চলো শুরু করি
জহিরুল ইসলাম


মখমলি রোদ ফেরি করে নিয়ে আসে শীত সকালের নরম উষ্ণতা
তোমায় শোনাবো বলে ডায়েরির পাতা জুড়ে জমিয়ে রেখেছি কবিতা
অথচ তুমি আসবে বলে কেটে গেছে কত হেমন্ত শীতের সকাল
তোমাকে দেখি না আমি হয়ে গেছে বহুবছর তুমি আসো না আজকাল।


তুমি আসো না এখন আর শুনি না তোমার অনর্গল শব্দের গুঞ্জন
তুমিহীন সকাল গুলো কাটে ঘুম ঘরে আমার হয় স্বপ্নের সাথে কথোপকথন
কত বছর ধরে যেনো অপেক্ষায় আছি শীতের অতিথি পাখির মতন
তোমার ব্যস্ত শহরে বোধহয় এখনো কোলাহল আমার মন নগরী এখনো নির্জন।


আমার নগরীতে এখনো শূন্যতা বিরাজমান নেই কোন কিচিরমিচির
এখানে এখনো কষ্টের হয় আবাদ চোখ দিয়ে গড়িয়ে পড়ে নোনা শিশির
অথচ তুমি এলে বোধহয় আমি জেগে উঠতাম আবার হয়ে বুনো ফুল
চলো আবার শুরু করি নতুন করে ভালোবাসায় হোক না আর কিছু ভুল