সকালের দৃশ্যপট
জহিরুল ইসলাম
একটা ঘুম জড়ানো হিম শীতল কুয়াশায় ঘেরা স্নিগ্ধ সকাল,
প্রকৃতির পথ ধরে দুজনার অবাধ ছুটে চলা স্বরযন্ত্রে শব্দের জাল।
চোখ বেয়ে নামে মুগ্ধতা পাহাড়ের শীর্ষে জেগে উঠে আলো,
পাখির কিচিরমিচির ঘাসের শিশির যেনো পথ ভেজালো।


এক ঝাঁক সাদা বক উড়ে বেড়ায় প্রকৃতির অপার মুগ্ধতায়,
সারি সারি বৃক্ষের ফাঁকে হঠাৎ জেগে ওঠে আলো কুয়াশা হারায়।
ঘন অন্ধকার শেষে ফুটে লজ্জাবতী ফুল অবশেষে পথের ধারে,
হেঁটে হেঁটে ছুটে চলি যত গভীরে ততই যেনো চোখের মুগ্ধতা বাড়ে।


অবশেষে ক্লান্ত জোড়া পায়ের পদচিহ্ন এঁকে ফিরে আসি নীড়ে,
এই পথে মিশে আছে মায়া, মুগ্ধতা,গল্প সব স্মৃতির গভীরে।
তাই স্রষ্টার নিকট প্রার্থনা এমন সকাল যেনো জীবনে বারবার আসে ফিরে,
যে সকালের দৃশ্যপট অনন্ত জীবন খোদাই করা থাকে মনের গভীরে।"