সময়ের বয়ান
লেখাঃ জহিরুল ইসলাম


অবেলায় ঘুম ভেঙ্গে যায় দরজায় টোকা দেয় সকালের রোদ,
তীব্র শীত কুয়াশার মতো মনের গহিনে বেড়ে যায় জীবনবোধ।
চায়ের কাপে চুমু দিতে দিতে গল্প হয় ভবিষ্যত দিনের,
অথচ আমার বর্তমান যাচ্ছে তাই অযথাই কথার ঋণের।


গল্প শেষ হতে না ,হতেই ফুরিয়ে যায় চায়ের কাপ শেষ হয় পথের সীমানা,
তবুও কতশত বার ভুল করে হেঁটে যাই ফিরি পরাজিত নতমুখে মিথ্যে বাহানা।
আমার জীবন ফুরায় দিন চলে যায় তবু ও আসে না আর সুসংবাদ,
আমার হৃদয়ের গহীনে বাস করে দুঃখ নোনাজল হয় চোখের কোণে আবাদ।


অডিটরিয়াম জুড়ে করতালির ভিড়ে চাপা পড়ে কত শব্দের গুঞ্জন,
ব্যর্থতার মিছিলে হারিয়ে যায় কত মানুষের সফলতার অর্জন।
ফ্ল্যাশ লাইটের আলোর চোখ রাঙানিতে ফ্যাকাশে মুখের হাসি,
মানুষের এই রঙ্গমঞ্চে কত শত রঙিন আয়োজন কত স্বপ্নের হয় ফাঁসী।