পরজীবী
জহিরুল ইসলাম


কি করার কথা ছিলো আমার কি সব করছি সারাদিন!
ভুল প্রেমে কেটে গেছে জীবনের এক তৃতীয়াংশ সময়।
অথচ ভুলের ঘোর কাটেনি এখনো জেঁকে বসেছে আরো,
শীতের তীব্র কুয়াশার মতো মনের গভীরে হচ্ছে গাঢ়।


আজকাল নিজেকে খুঁজে পাই না নিজের মাঝে!
খুঁজে বেড়াই এক উদাস চঞ্চল মেয়ের চোখে নিজেকে।
তার পাজরে নিজেকে জড়িয়ে রাখতে ইচ্ছে হয় যে খুব,
তার দীঘল কালো চুলের অরণ্যে মুগ্ধতায় দিতে চাই ডুব।


কতকাল ধরে ভোর দেখি না দেখি না পাখির বিচরণ,
তার সাথে রাত জেগে হয় কতশত প্রেমের কথোপকথন।
আমার কথা ছিলো জীবনের গল্প লিখবো নিজেই নিজের,
অথচ আজকাল আমি শুধু তার গল্প শুনে কাটিয়ে দেই রাত।


তার অভিমানে পুড়ে ছাই হয় আমার রক্তাক্ত হৃদয়,
তার চোখের বৃষ্টিতে ভিজে একাকার হয়ে যায় আমার চোখ!
তার শূন্যতায় নিজেকে মনে হয় নিঃসঙ্গ একা পথিক,
তার ভালোবাসায় সিক্ত হয়ে আজকাল নিজেকে বাঁচিয়ে রাখি যেনো।


তবে কি আমি হয়ে গেছে পরজীবী হারিয়ে ফেলেছি স্বত্ত্বা,
তবে কি আমি আমার মাঝে নেই স্বেচ্ছায় হচ্ছে কি তবে আত্মহত্যা।
স্বপ্ন পুড়িয়ে ছাই করে উড়িয়ে দিয়ে নিজেই করি উল্লাস,
খুব করে চাই আমার নিজের মধ্যেই হোক তবে আমার একান্ত বসবাস।