সালাত
জহিরুল ইসলাম


মিনার হতে ভেসে আসে সুমধুর সেই সুর,
অশান্ত পথভ্রষ্ট হৃদয় নিমিষেই হয় ভরপুর।


থাকতে চায় না মন পড়ে আর নির্জনে,
ছুটে যায় এক পাপী বান্দা প্রভুর সান্নিধ্যে।
মনের আবর্জনা সব ওযুর পানিতে ধুয়ে মুছে,
জাগতিক ভাবনা ভুলে যাই প্রভুর কাছে।


এক মনে দাঁড়াই কাবার দিকে ফিরে,
নিরবে করি গুণগান প্রভুর সদা ধীরে ধীরে।
নিয়ত করে শুরুতে বলি আল্লাহু আকবার,
তুমি যে দয়ার সাগর বলি বারবার।


দুহাত তুলে মোনাজাতে চাই গুনাহ মাফ,
তোমার কাছে চাই আশ্রয় আর কভু করিব না পাপ।
ওহে দয়াময় দাও আশ্রয় আমি পাপী বান্দা,
রাতের শেষভাগে জায়নামাজে রোজ করি কান্না।


তোমার পদতলে পাই যেন স্বর্গের সুভাস,
রহমতে করো পরিপূর্ণ করিও না মোরে উদাস‌।
রেখো সদা সরল পথে করি না কভু পথভ্রষ্ট,
তোমার পথে অবিচল রেখো হোক তা যতই কষ্ট।