আল্লাহর সান্নিধ্য
জহিরুল ইসলাম


মানুষের চোখের আড়াল হলে বেড়ে যায় দূরত্ব মানুষ হয়ে স্মৃতি,
অথচ আল্লাহ সবসময় আড়ালে থাকলেও মনে থাকে তার উপস্থিতি।


মানুষের সাথে রাগ অভিমান হলে কথা বলতে চায় না তারা,
অথচ আল্লাহর অবাধ্য হলেও তিনি কখনো করে না পথহারা।


মানুষকে হৃদয় নিংড়িয়ে ভালোবাসা উজার করে দিলেও মানুষ হয় না তুষ্ট,
অথচ মাথা নত করে লুটিয়ে পড়লে সেজদায় তিনি হোন সন্তুষ্ট।


মানুষ ভুলে যায় অতীতের অবদান রাখে না মনে ত্যাগের কথা,
অথচ আল্লাহ রাখেন বান্দার খবর মোনাজাতে করলে আবদার ভুলিয়ে দেন সকল ব্যাথা।


মানুষ রাখে না মনে মানুষের কথা ভুলে যায় মরে গেলে,
অথচ আল্লাহ রাখেন স্মরণ পথ হারালেও দেয় না তো ফেলে।