বসন্তের সাতকাহন
জহিরুল ইসলাম


জীবনের একুশ বছর কেটেছে আসেনি বসন্ত তবু,
ফেলে আসা দিনের কথা ভুলে থাকা যায় কি কভু।


বসন্ত আসে সতেজ পাতার আড়ালে শুনি কোকিলের কুহুতান,
পত্রপল্লবে আম্র মুকুল ছড়িয়ে পড়ে ফুলের সুঘ্রাণ।


বাসন্তী রঙের গাঁদা ফুলে সাজে তরুণ তরুণীদল,
ফুলে ফুলে উড়ে মৌমাছি জেগে উঠে জলধির কল্লোল।


গাছে গাছে ফোটে ফুল কৃষ্ণচূড়া শিমুল,
প্রিয়সীর অপেক্ষায় দিন কাটে প্রেমিক হয়ে ব্যাকুল।


কবিরা ব্যস্ত কলম খাতায় ঝড় উঠে বসন্তের বন্দনায়,
তরুনী জড়ায় শাড়ি হাতে রঙিন চুড়ি ফুল তার চুলের খোঁপায়।


প্রিয়সী ছেড়ে গিয়েছে চলে প্রেমিক বসে মৌনতায়,
বসন্ত আসেনি প্রেমিকের মনে উদাস হয়ে বারান্দায়।


আজ এ ফাগুন হাওয়ায় রঙ লেগেছে মনে,
ভালোবাসি হয়নি বলা ভালোবাসি তোমায় ক্ষণে ক্ষণে।


শহুরে পথ ধরে কোন এক বসন্তের দিনে,
হাত রেখে হাত চলবো দুজন একসাথে আনমনে।


ফাগুন এলে মনে পড়ে সেই রক্তে রঞ্জিত শহীদের কথা
ফাগুন জুড়ে অজস্র স্মৃতি বাঙালির মনের ব্যাথা


কত স্বপ্ন জড়িয়ে রয় এই ফাগুন দিনের ভেতর,
জীবনে ফাগুন আসুক বারবার জীবন হোক আনন্দে মুখর।