স্বপ্নের সাইরেন
জহিরুল ইসলাম


কোথাও যেনো ছুটে চলে যাই স্বপ্নের সাইরেন বাজিয়ে-
সময়ের ধূসর কুয়াশার মিছিলে ছুটে যাই গভীর থেকে আরো গভীরে।
যাত্রীবাহী ট্রেনের মতো করে স্মৃতির সিটে বসে থাকে কত মানুষ,
কত শত মানুষ গন্তব্য এলেই ছেড়ে চলে যায় ট্রেন ছেড়ে!
তবুও জীবন নামক ট্রেন থেমে থাকে না পুরোনো স্টেশনে।


মাঝে মধ্যে রেড সিগন্যাল পড়ে পথিমধ্যে থেমে যায় জীবনের ট্রেন,
গতি কমিয়ে বিরামহীন চলতে থাকে অজানা গন্তব্যে।
মাইলের মতো করে বয়স পাল্লা দিয়ে বেড়ে যায়,
বেঁচে থাকবার ফুয়েল ফুরিয়ে গেলেই ক্লান্ত হয়ে পড়ে জীবন।
তখন এই জীবনের নাম হয় পরিত্যক্ত, অসাড়, নিষ্প্রাণ!


পৃথিবীর প্রতিটি নিঃসঙ্গ মানুষ যেনো এক একটি যাত্রী শূন্য ট্রেন,
বেঁচে থাকবার মতো পর্যাপ্ত স্বপ্নের জ্বালানি বাঁচিয়ে রাখে মানুষ,
যার স্বপ্নের পরিধি যত বৃহৎ সেই তত দূর এগিয়ে যায়।