দেয়ালের প্রতিশব্দ বিচ্ছেদ
জহিরুল ইসলাম


তোমাকে যেদিন প্রথম ভালোবেসেছি সেদিন হতে দুঃখকে ভালোবাসতে শুরু করেছি,
অবহেলাকে আগলে ধরতে শিখেছি চোখের জলকে চিনতে শিখছি।


তোমাকে যেদিন প্রথম দেখেছি সেদিন হতে আকাশের দূরত্ব মেপে নিয়েছি,
সমুদ্রের অতলে তলিয়ে থাকা মুক্তোর সন্ধান পেয়ে গেছি।


তোমাকে যেদিন ছুঁয়ে দেখি সেদিন বুঝেছি আগুনের উত্তাপ কতই না ভয়াবহ,
যেদিন থেকে ভুলে যেতে শুরু করেছ সেদিন জেনেছি আকাশের দূরত্ব কতখানি;
সমুদ্রের বুকে হিংস্রতা টের পেয়েছি সেদিন খুব কাছ থেকে!


জেনে গেছি নারী মানেই নরকের হুর ,নারী মানেই কান্নার সুর,
অথচ জানতাম নারী মানে ভালোবাসা নারী মানে আশ্রয়স্থল।
আমার সমস্ত ধারণা এক নিমিষেই অর্থহীন করে দিলে;
বিচ্ছেদ নামক এক কঠিন দেয়াল তৈরি করে দিলে নারী ও কবির মাঝে,
আসলেই কি বিচ্ছেদ কঠিনতম দেয়াল নাকি দেওয়ালের প্রতিশব্দ বিচ্ছেদ।