ফেরিওয়ালা
জহিরুল ইসলাম


আমি ফেরিওয়ালা দুঃখ ফেরি করে বেড়াই,
যেথায় অশ্রু দেখি সেথায় খানিক থমকে দাড়াই।
হোক বৃষ্টি শ্রাবণ হোক কাল বৈশাখী ঝড়,
আমার জন্য প্রতিবেলাই যেন সুখকর।


আমি ফেরি করি হরেক রকমের কষ্ট,
রোদে ঘামে বৃষ্টি ভিজে সোনার জীবন নষ্ট।
আমায় লোকে বলে ফেরিওয়ালা;
ফেরি করা মোর কর্ম-
হাটিতে হাটিতে ক্লান্ত দেহ হৃদয় শীর্ণ হয় মোর চর্ম।
দুখের বাজারে হাকিয়া কই কোনঠায়ে ভাই সবে!
আমি কষ্টের ফেরিওয়ালা,কষ্ট কেহ কিনে লবে।


সস্তায় পাবে কষ্টগুলি দুআনা দিলে হবে,
বাকি দিলে কড়ি তুমি কবে আমায় দিবে?
আমার বিচরণ ভবের অলিগলি,
কষ্ট যেথায় পাই পুর্ন করি মোর থলি।
জীবন কষ্টের জীবনানন্দে কষ্ট সবাইকে তাহা বলি,
আমি কষ্টের ফেরিওয়ালা কষ্ট ফেরি করি।