বোহেমিয়ান জীবন
জহিরুল ইসলাম


একটা বোহেমিয়ান জীবন আর কতদূর টেনে নেয়া যায়!
কত পথ পাড়ি দিলে শেষ হবে এই ছুটে চলার সীমানা।
কতশত বার চলতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে গেছি বাস্তবতায়,
অথচ আমার এখনো অনেক দুর অনেক পথ ছুটে চলা বাকি।


আমি কেবল সময়ের লাগাম টেনে জীবনের পথ ধরে এগিয়ে যাচ্ছি,
পেয়েছি শুধু দিনশেষে মন ভর্তি মন খারাপের অনুভূতি!
যান্ত্রিক কোলাহলে যন্ত্রের মতো ছুটে গেছি অনেকটা পথ,
এখন আর বেঁচে থাকার মাঝে খুঁজে পাই না আনন্দ উৎসব!
এখন আমার ঘুম পায় চোখে এক আকাশ দুঃখের মেঘ জমিয়ে,
অথচ মেঘের জল রাখবার মতো আমার নির্দিষ্ট কোন জমিন নেই।