মানুষ কার?
জহিরুল ইসলাম


মানুষ আসলে কার?
এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে হোচট খাই বারবার,
নির্দিষ্ট কোন উত্তর মিলানো দায় হয়ে দাঁড়ায় আজকাল;
মানুষ বদলায় সময়ের মতো সকাল দুপুর বিকাল।


আসলে মানুষ দিনশেষে কার;
মানুষ কি সকলের না দিনশেষে সবাই সবার?
এই জটিল প্রশ্নের জবাব পাওয়া ভার,
মনে মনে হয়তো ভাবে মানুষ আমিই কেবল আমার।


আসলে মানুষ জীবন শেষে কার?
আস্ত জীবন কাটিয়ে শেষে কি থাকে তার দেবার,
কি পায় সে কি দেয় শেষে কোথায় গন্তব্য তার!
বহু সময় পার করে দেখে দাঁড়িয়ে আছে মৃত্যু তার দুয়ার।


মানুষ আসলে কার?
পৃথিবীতে মানুষ জন্ম দেয় নিত্য নতুন ধাঁধার!
মানুষ ছুটে চলে অবিরাম আলো হতে অন্ধকার,
সুখ সন্ধানী মানুষ ভালো মন্দের সাথে সন্ধি করে করছে জীবন পার।