তোমার হাসি
জহিরুল ইসলাম


তোমার হাসি যেন বিধ্বংসী ক্ষেপণাস্ত্র;
নিমিষেই বিদীর্ণ করে দিতে পারে আমার পাললিক হৃদয,
আমি গলে যাই হিমালয়ের বরফের মতো।


তোমার চোখ দুটি যেন ধনুকের ফলা;
ওই খুনী দৃষ্টিতে তাকালেই মায়ায় আটকে যাই,
ওই খুনী দৃষ্টিতে তাকিয়ে থাকাতে কারফিউ জারি করা হোক।


তোমার এলো কেশ যেন এক টুকরো সবুজ গালিচা,
আমি তাতেই গভীর এক ঘুমের শূন্যতা দেখি রোজ।
ইচ্ছে জাগে ছোট্ট ঘাসফড়িং হয়ে ছুঁয়ে দেই এই কেশগুচ্ছ তোমার,
আফিমের মতো ঘোর মিশে থাকে আমার বিস্ময় চোখে।