রবি শশি চন্দ্র তারায়
দূর নীলিমায় খুঁজি তোমায়
বৃক্ষ তরুর শাখায় পাতায়
জড়িয়ে আছো সেহায় হোথায়।
রিম ঝিম বাদল ঝরায়
শ্রাবণ মেঘের দূরন্ত ভেলায়
নীল গগনে পাহাড় চূড়ায়
খুঁজি আমি সেথায় তোমায়।
দিবা নিশি এই ভাবনায়
দিন গুনেছি পাব তোমায়
প্রেম কাননে আমার বাসায়
আসবে তুমি ছিলাম আসায়।
গায়ের মেলায় নাগর দোলায়
জৈষ্ঠের খরায় তরুর ছায়ায়
দমকা হাওয়া আসা যাওয়ায়
শীতল পরশ তোমায় পাওয়ায়।


-মোঃমালেক জোমাদ্দার/উত্তরা,ঢাকা।