কবি হতে ইচ্ছে করে লিখছি কবিতা
দু’চরণ যা-ই লিখছি ভুল সব-ই তা;
তাল-লয়-ছন্দ কিছুই মেলে না
পাঠকের পড়তে ভালোলাগে না ;
কবিমনে ক্ষণে-ক্ষণে পাগলামী করে
এলোমেলো ভাবনারা এসে ভর করে,
মাত্রায় মিল নেই, নেই মিল ছন্দে
কিভাবে লিখি যে, থাকি মনে দ্বন্দে।
কবি হবার ইচ্ছেটা মনে-মনে পুশি
কখন যে উঁকি দেয় আঁধারে শশি,
অন্যায় অবিচার দিনে দিনে বাড়ছে
নিরীহ জনতারা ঘর-বাড়ি ছাড়ছে
কবি মন বারে বারে নিভৃতে কাঁদছে
কবিতার মাঝখানে সেই ছবি আঁকছে
কবি যদি হতে পারি প্রতিবাদ করবো
দেশটাকে মমতায় মায়ের মতো গড়বো ;
দিনশেষে রাত হয় সব জনে বলে
পূবদিকে উঠে রবি পশ্চিমে ঢলে,
কি ভাবি কি লিখি হয়না যে কিছু
তারপরও ছাড়ছিনা কবিতার পিছু ।
উওরা,ঢাকা ১১/১২/১৪