দূর্গন্ধে নাসিকা বন্ধ দৃষ্টি অনিচ্ছায় মগ্ন ঘটনাস্থলে
অগনিত নগ্ন লাশ  ভাসমান ডোবার নোংরা জলে।
ব্যাকুল শ্রবণেন্দ্রিয় করুণ সুরের মূর্ছনা
স্বাধীনতার দাবীতে উত্তাল সারা বাংলা
মা বোনের ইজ্জত নিয়ে মাতোয়ারা
ফুর্তিতে মত্ত  মানুষরূপী  হায়ানারা
রাতের আঁধারে গাঁয়ের বধুর নিশ্চিহ্ন ললাটের সিঁদুর
কর্ণ-কুহরে বিমুর্ত কান্না আর্তচিৎকার করুণও বিধুর  ।
লাখ লাখ লাশ রক্তে রঞ্জিত সবুজ ঘাস  
গনহত্যার বিভীষিকাময় যে নয়টি মাস
বোন হারা ভ্রাতা সন্তান হারা  পিতা-মাতা
ছন্দের দ্বন্দে কবিতা শিল্পীর অঙ্কিত খাতা
ত্রিশলাখ মা-বোনের জীবন দিয়ে স্বাধীনতা কেনা
তোমাদের কাছে চিরঋণী হে মহান বীর বঙ্গ সেনা।
উত্তরা/ঢাকা ১৫/১২/১৪ইং