শেষ বার যখন তোমার বুকের পরে শুয়ে থেকে,
বুকের গন্ধ মেখেছি আমার সর্বাঙ্গে ;
রুমালে রেখে যাওয়া তোমার কামনা শিক্ত দাগ,-
আর অই মাধবীলতা,  মনে আছে?  কী সৌভাগ্য তার!
আমার যে শুণ্যতা রোজ কুরে কুরে খাচ্ছে,
কী করে যে তোমাকে বোজাই, আসলে কী বোঝানো যায়?
তুমি আমার হৃদস্পন্দন ছুয়ে দেখো!
তোমার একতুকু স্পর্শ লেগে নেচে অঠে সমস্ত শরীর।
উত্তাল তরঙ্গ বয় ধমনীর শিরায় শিরায়,
কেন এত কাছে থেকেও ছুতে পারিনে,
তুমি কেন আমাকে রোজ অতৃপ্ত, পিপাসিত করো;
এত প্রেম লয়ে আমার পরান প্রতীক্ষায় থাকে প্রত্যহ।


যে তুমি তোমাকে নিয়ে করেছো সৃজন,
তোমার সমস্ত দেহের ভেতর যে তুমি রয়েছো চিরন্তন।;
ভালবাসি তারে, সমস্ত অনুরাগ ছুয়ে ভালোবাসি সে সত্যরে,-
তুমি আর অপুর্ব কান্তি সে লাবণ্য, প্রিয়া সুন্দরে।