সুর্যের ও ক্ষয় হবে, নিভে যাবে বাতি;
মহাকাল হবে শুন্য-
আমার পৌরুষ তবু তোমারে গর্ভে আনবে অনাগত প্রজন্ম।
নদীর অতলে ডূবে, ঠোঁটের নরম পালক ছুয়ে;
এক এক মুহুর্ত আমি মর্তের পৃথিবীতে যাবো প্রেম রুয়ে!
আহ উষ্ণ সে আলিঙ্গন, শরিরে আনে নব নব জোয়ার।
বাধা ভাঙা ধারা ভিজায় দেহ; উর্বর করে ক্ষেত্র তোমার!
কৃষকের মতো মাটির গভিরে ডুকায় রেখে যাবো বীজ,
বার বার হবে পুনরুথান; তোমাকে ধরে আমার নব নব সৃজন।