চুপিচুপি অন্ধকারে,
একলা ঘরে,
দূর দেশে বা তেপান্তরে,
তোমায় শুধু মনে পড়ে।
তাইত আমি এলেম ফিরে,
হই আদুরে;
তোমার ক্রোড়ে,
যন্ত্রণা দেই বারে বারে!


মন যে আমার কেমন করে,
কেউ কি তা যানতে পারে?
সময় টুকু তোমার তরে-
যায় যে চলে চুপিসারে।
যদি তোমার মুখের পরে,
হাসি ঝরে-
হৃদয় আমার ওঠে ভরে!
একটু খানি থাকলে দূরে,
বিশাল অই তেপান্তরে-
যাই যে পুড়ে।


তোমার ভেতরে,
নদীর পারে,
তৃষ্ণা লাগে বারে বারে।
ইচ্ছা করে,
দেই সজরে!
জাপটে ধরে,
শান্ত করি হৃদয়টারে!
কোন সে নেশা খাচ্ছে কুরে,
সামলানো দায় মনটারে,
থাকো তুমি হাতটি ধরে,
থাকবো আমি চুপটি করে।
মাথা রেখে তোমার ক্রোরে,
থাকি যেন জড়ায় ধরে।
রাখবো তোমায় বুকের পরে;
চাদনি রাতে চাঁদটা ধরে,
থাকি দোহে জনম ভরে।