খুব মনে পড়ে শীতের কুয়াশা ভরা রাতে;
তোমার দেহের উষ্ণতা মিশে যায় হৃদয়ের সাথে।
অনেক ব্যাথা দেবার আছে তোমার,
নদীর অতলে নোঙর ফেলে সারাদিন শুয়ে রবো।
তোমার নরম কাদার মতো বুকের পরে পাই বকুলের ঘ্রাণ,
ঘামে ভেজা তৃষাতুর শরীর জড়ানো থাকুক অনন্তকাল।
দু বাহু খামচে ধরো পুরুষ্টু পীট,
মুখ গুজে চুলের ভেতর পড়ে রবো পাহাড় সমান।
আমার সমস্ত সময় অপেক্ষায় থাকবে;  
তোমারে বুকের পশমে, হৃদয়ের গহনে ফিরে পেতে।
দেহ আর মন মিশে হোক একাকার,
আমাদের বিশাল আকাশ জুড়ে থাক জোসনার বিস্তার।