পাখির কাছে নদীর কাছে সীমা আছে;
ঘাটের কাছে অথৈগভীর অতল অসীম,
নদীর পাড়ে একলা আমি বিলীন হলাম,
যাত্রীরা সব পারে গেলো,  সন্ধ্যে হলো,,
হাজার মানুষ ছুটছে তারা, পাগল পারা!
দূরে মাঠে সবুজ কাথা ছড়িয়ে আছে,
কচুড়ির দল ভেসে চলে দলে দলে-
আমার মতন একলা কেহ  হারা গেহ!
পথের ধারে আমের মুকুল ফুটছে বকুল,;
বসন্তের কালে হৃদয় দোলে শিমুল ফুলে-
শীতল হাওয়া শিরশিরিয়ে মাতিয়ে তোলে,
মনের কোনো কারো ছায়া আবছা দোলে,
হটাৎ এসে এই ফাগুনে হারিয়ে গেলো!