একটি বুকের সুবাস,  দেহের উষ্ণতা ;
কী বিশাল শুন্যতা আকে রাতের নিস্তব্ধ আধারে!
লাল ঠোঁট কতদিন আকেনি আদর,
মনে আছে কতদিনের তৃষ্ণায় শুকায়েছে হৃদয়?
একটি নদীর লোনাজলে মুখ রেখে দারুণ পিপাসায়,-
কতদিন!
কী প্রগাঢ় উত্তেজনায় উত্তাল মুহূর্ত কিছু হয়নি রচনা।
সে সব স্মৃতি রোজ আমারে,
নিয়ে যায় এক অমৃত নগরে।
তোমারে দেখি যদি চোখের ভেতর,
মুহুর্তে জেগে ওঠে হাজার কুহক, অসীমানন্দে।
হৃদয়ে তোমার ছোয়া জেগে থাকে সহস্র ক্ষনে,
আমি রোজ পুড়ি তোমার আসার প্রতীক্ষায়।
শুধু একবার তোমার শরীরের সে তপোবন,
আমার পঞ্চবটী আশোকের তল হোক সমাপন!
দারুন নেশা ভরা মাতাল সময় কবে আবার করবো রচনা?
আমরা দুজন!


হৃদয় বিষন্ন হয় প্রিয়া, তোমারে দেখিনে বলে-
কাল কী তোমার প্রগাঢ় লাল রঙে রাঙানো ঠোঁটে
একটি গভীর চুম্বন হবে না রচনা, সহসা?