তোমারে চেয়ে জীবনের সুপ্ত তৃষ্ণা, গিয়েছে বেড়ে,-
উন্মত্ত অধীর প্রেম জাগে চৈতন্য ফুড়ে!
গ্রাস করে প্রত্যেক মুহুর্ত;
ঘন অন্ধকারে বুকের ভেতরে রেখে, আর কত?
আকুল বাসনা নিয়ে যেতেছে কেটে।
পাথর কুটে রদ্যার মতো চুম্বন একে দিই তোমার ঠোঁটে;
দুবাহু সজোরে জাপটে ধরুক তোমার দেহ ;-
ঘন নিশ্বাস পড়ুক ঘ্রীবায়,
স্পর্শের উন্মাদনা ছড়াক শরীরের প্রতি কোনায় কোনায়,
গঙ্গা নামুক তোমার অতল হতে;-
ভেসে যাক সব দ্বিধা বাধ ভাঙা পাহাড় সমান।
পৃথিবীর এই মুহুর্তরা ভরা থাক তোমার গন্ধে!
বুকের নরম কোমল পারিজাতের বনে অসীম আনন্দে,-
শুয়ে থেকে কেটে যাক কর্মহীন,  ভাবনাহীন অলস মন্থর।