উত্থান হবে; বার বার হবে পুন:জনম;
প্রবিষ্ট হবে গহীনে; করবে সৃজন নব নব!
চিতার বহ্নিশিখা কি রোধে সভ্যতার জাগরণ?
আমি বার বার জন্ম দেবো তোমার উর্বর জমিনে;
সোনার ফসল,
নদীর অতলে বীজ ফেলে যাবো অনাগত সভ্যতার আশায়।