গভীর প্রণয়ে সিক্ত আলিঙ্গনে তুমি প্রেম পাওনি?
রোজ তোমার একটু কাছে বসার জন্য কি চেস্টা;
সেটা দেখনি?সেখানে কি শুধুই বাসনা?
তোমার দেহের ঘ্রাণে যে চিত্ত ভরে ওঠে সে শুধুই
কামনার তাড়া?
রোজ দেখতে চাওয়ার এই যে হৃদয়ের আকুতি
তাও বুঝি শুধু শরীরের খোঁজে?
একটু ছোয়া,  একটু আলিঙ্গন কি কেবলি কামনা দায়?
বুকের অনেক গভীর ছুয়ে হৃদয়ে হৃদয় মিলিয়েই
আমার এত আকুতি জমেছে!
চোখের কাজল, আর আলতার রঙ রোজ পোড়ায় আমাকে;
কেন? কেন বলতে পারো?
কেন বলতে পারো একটি কন্ঠস্বর এতটা মায়া মধুর লাগে? কেনো তাহলে রোজ একটা বুনো ফুল গুজে দিতাম কানে?
প্রণয় বাচাতে গিয়েই আজ আমি সমস্ত অপবাদ নিয়েছি মস্তকে।
দেখেছি ক্লান্ত বিষাদ হৃদয়ে
প্রণয়ের আগাধ সলিলে অবগাহি
তোমার ক্ষণে ক্ষণে জেগে ওঠে দ্বিধার পাহাড়।