ও নদি আমি আজো অধীর তৃষ্ণার্ত;
তোমার কুলে প্রতীক্ষায় কাটে আমার দিনরাত।
দারুণ পিপাষা নিয়ে বুকের ভেতর,
চাতকের মতো চেয়ে থাকি নিরবদি;
কী গভীর প্রণয় রাতের বিজন আধার
পারায়ে, নিসংগ চাঁদের মতো তোমারে পাই যদি!
সমস্ত জীবন যদি দেই তোমার রাঙা পায়;
ব্যাকুল এ পিপাষা ভরা প্রেম যেন অনন্ত জন্ম রয়।
রুমালে জড়ানো স্মৃতি বয়ে তৃষ্ণা জাগে আরো,
আমারে শুধু একবার জড়ায় ধরো,
রাগ দ্বেশ ভুলে বাধো আরো একবার প্রগাঢ় মায়ায়;
আমিও এ জন্ম রয়ে যাবো নদী, তোমায় ছায়ায়।
যদি বুকে এসো শীতের উষ্ণ্তায় ভরাবো তোমারে,
কত কথা, কত ব্যাথা জানাবো যা আছে অন্তরে।