কেনো এত মন কাদে অভাগীর তরে?!
কেনো সে কাদায় আমারে!
বড় ভালোবাসি তারে!
নীল নক্ষত্র ফুটে থাকা চোখের কী মায়া!
অতল নদীর গভিরে পড়ে থাকা একা ছায়া;
অসীম তৃষা বই রোজ আমি তারে নিয়ে,
সে কেনো এত দ্বিধা ময়!
একবার শুধু বুকের ভেতর আসো প্রিয়া মোর!
তোমার বিনে এ শুস্ক মরুর পিয়াসা ফুরাবেনা কোনদিন।
পড়ো না কেনো একবার আমার চোখের অভিমান!
সজোরে জাপ্টে ধরনা কেন এ হাত!
ভালোবাসি প্রিয়তমা,
তোমার অপেক্ষায় যদি বাল্মিকীর মতো হয় জমা;
মাটির স্তুপ;
হাজার নদী থাক পৃথিবীর পরে!
শুধু তোমার নদীর জল ভিন্ন!
এ ব্যাকুল তিয়াসা মিটে কি করে?
ভালোবাসি তোমারে ;
বুড়ো বটের মতো হাজার শিকড় ফেলে,
তোমারে আকড়ায় ধরে;
সহস্র বছর বাচিবারে চাই পৃথিবীর পরে।