তোমার চোখে একটি চুমু একে দিতে খুব ইচ্ছে হচ্ছে,
ইচ্ছে হচ্ছে সজরে বুকের মাঝ জাপটে ধরি।
জাপটে ধরি তোমার দুটি ঠোঁট আমার দুটি ঠোঁটে,
আমার দুটি ঠোঁট তৃষ্ণায় মরুর তপ্ততা নিয়ে পুড়ে যায়;
পুড়ে যায় হৃদয় আমার শুধু তোমারে পাবার আশায়।
তোমারে পাবার আশায় চাতকের মতো চেয়ে থাকি;
চেয়ে থাকি তোমার আশার পথে, ব্যাকুল পিপাষায়।
ব্যাকুল পিয়াষায় আমি খুজি তোমারে, হে আমার প্রিয়া!
হে আমার প্রিয়া বুকে ধরি তোমার নন্দন চন্দন চর্চিত দেহ;
চন্দন চর্চিত দেহের গন্ধ ঘিরে থাকে সদা আমার চারপাশে।
আমার চারপাশে তোমার রেখে যাওয়া স্মৃতি, ধরে থাকি;
ধরে থাকি একটি পুরাতন ফুলের শুকানো পাপড়ি।
শুকনো পাপড়ি যা সেদিনের প্রণয়ের রসে শিক্ত হয়েছিল,
শিক্ত হয়েছিল আর একটি হৃদয় তোমার ভালোবাসায়।
তোমার ভালোবাসায় আমি একটি গোলাপ হবো
তোমার বুকে পাপড়ি ঝরায় পুর্ণ হবে আমার একটি জীবন।