প্রেমিক হতে গেলে কতটা নির্লজ্জ হতে হয়?
তবু তারে যায়না পাওয়া।
কতটা আকুল হলেও কেউ আর থাকে না।
যাবার তাড়ায় হাজার অযুহাত!
তবু্ও আমি নিঃস্ব, শুন্য করে প্রেমিক ত হয়েছি!
আমার মনে করে একটি নদিতে কতদিন স্নান করেছি!
বেহুলার মতো আজ আর কে থাকে অপেক্ষায় ভেসে?
সময়ের স্রোতে!
তবুও প্রেমের নামে হৃদয়ের খেলায় ভাঙা আর গড়া;
একটি চোখের মায়ায় ভেসে থাকার-  সুখের যন্ত্রণা,
কে আর চায়?
সব দিয়ে কি তবে মানুষ আটকে রাখা যায়? ধরা যায়?
ফিরাবার সব আশা ছেড়ে এক জোয়ারের জলে,
গেলাম ভেসে; সে ফিরে যাক অন্য সুখের ঠিকানায়!
পৃথিবীর সব বাজি ধরে প্রেয়সীর মন পায়না প্রেমিক!
কুয়াশায় ঢাকা মাঠ;
ফেলে যাওয়া ধানের গোছে ভরা বিরাণ হৃদয়-
যে তৃষ্ণায় চৈত্রে হয়েছে চৌচির!
কোনদিন মরীচিকা হয়ে আসবেনা সে সরোবর।
তবু জানি আমি কোন এক রাতের অন্ধকারে ;
সোনালী রঙের পেচা রাতের শেষ প্রহরে, -
আমারে গিয়েছে ফেলে এ জন্মের মতো সর্বসান্ত করে।