সেদিন নদীর পাড়ে একটি লাল রক্তজবা ফুটেছিল,
খইয়ের ডালে বাধানো দোলনায় দুলেছিল সে!
প্রথম ছুয়েছিলাম তার বসন্ত বিলাশ, দেহের ঘ্রান;
বুকের উষ্ণ অনুরাগ জমা হয়ে ঝরেছিলে প্রবল উচ্ছাসে।
শিমুলের মতো লাল ফুল হয়ে হৃদয় পুড়েছিল ভাটার মতো!
একটি ঘ্রাণ তার; মাতাল নেশার মতো দক্ষিণা বাতাসে-
আজো সে আমারে টানে পাগলের মতো অহর্নিশ ;
নিয়ে যায় আবিরাম তোমার কাছে; নদীর কাছে!
কী করে সামলাই? এত কাছে পেয়ে একটি চুম্বনহীন-
ওষ্ট ফিরে যাবে অমনি?
কত কী যে করি  তোমারে পাশে না পেলে!
কত কী যে করি পাগলের মতো তোমারে কাছে পেয়ে!
আমার দেয়া জ্বালা সহে বিনিদ্র রাত যদি কাটে কাটুক;
একটি চুম্বন তবু আমি চাই,
একটি আলিঙ্গন তবু আমি চাই,
একটি স্পর্শ তবু আমি চাই,
নদীর বুকে তার অনন্ত তৃষ্ণা নিয়ে জাগুক এক অদ্ভুত প্রেম।