হাজার কবিতা, রাঙামাটি লাল পথ ধরে অজস্র কথা;
রেখে যাওয়া স্মৃতি শরীরে কিম্বা মনে, গভীর চুম্বনে-
নদীর বুকে মুখ গুজে শুয়ে থেকে, হৃদয় দহনে,-
শহুরে রাস্তায় পায়ে পায়ে,  গালাগালি ঝগড়াঝাটি;
প্রণয়ের প্রগাঢ় আলিঙ্গনে মুছে যাওয়া অভিমান, খুনসুটি-
তবু সে দ্বিধার দেয়াল পারেনি টলাতে।
শশ্মান তুমিও পারোনি! এত যে নিবিড়ে হৃদয় আকড়ে,
কতবার ওই নদীর প্লাবন এনেছি, তবু সে এলো না ফিরে!
এই যে বাবলার বন!  তোমার রুক্ষ ছায়ায় তাও সে ত এলোনা!
কত ব্যাথা দিয়ে প্রণয়ের দাহ একেছি শরীরে তার;
দিনের শেষে তবু সে ক্লান্ত পাহাড়ে বহে দ্বিধার দুর্বোধ্য ভার।
আমি তবু অপেক্ষায় রবো একটি চুম্বনের,
একটি হটাৎ আলিঙ্গলের।
জীবনে না হোক মৃত্যুর পরে, ওই খানে শশ্মানে,
প্রেমিক প্রেমিকার মতো সজোর জড়ানো নিবিড় আলিঙ্গনে।