যে স্রোতের বিপরীতে- কেবলই পতন।
একেবারে মূক হয়ে যাও। বেশ ভাল।
বোবা ও অন্ধ লোকের সহযোগি বেশী। শত্রু নেই।
অথচ হাওয়ার প্রতিকূলে নৌকা চলে বেশ।


সময়ের মূল্য বেশী। বোঝে শিউলি-বকুল।
প্রকৃতিও বাঁধা আছে গতির কাঁটায়।
কবি সময়কে ধারণ করে চলে। যা বড় বিপদ!


মেঘ যে আকাশে থাকতে চায়
কিন্তু থাকতে পেরেছে কী? দেখে নাও।


প্রকৃতি শিক্ষার অগাধ ভান্ডার।