পৃথিবীর নদ-নদী দেখি
পাহাড় সাগর মরু মাঠ
নির্ঝর প্রপাত পিরামিড দেখি
কত দূর নক্ষত্ররাজি আকাশ তাও দেখি-
তারপর মানুষ দেখি নিপুণ চিত্রণ কারুকাজ
এসব তোমার নিদর্শনাবলী
তবু তোমায় চিনিনে প্রিয় তোমায় চিনিনে।


ঘাট জমি হাট জানি
শহর বন্দর নগর পত্তন
আমাজন বন জানি
রাষ্ট্র নীতি ভাষা নীতি
রাজা-রাণী- যুদ্ধ ... মৃত্যু চিরন্তন সত্য জানি
গ্রহ ভাগাভাগির কলাকৌশল
আনবিক বোমা জানি
তুমি যে মহা রাজাধিরাজ
তবু তোমায় জানিনে প্রিয় তোমায় চিনিনে।