জলপ্রপাতের মৃদু গুঞ্জরণ হৃদয় গভীরে ঢেউ তোলে।
বাতাসে কুয়াশা বাসা বাঁধে। কুঁকড়ে ওঠা শব্দের নিনাদ।
সময় সুদীর্ঘ হয়। জনাকীর্ণে ভরে ওঠে। নিবদ্ধ কতক চোখ।  


ঝরছে তো ঝরছেই। তির্যক জলের ফোটাগুলো
চিৎকার দিয়ে জানান দিচ্ছে শীত বসন্তের।
সূর্য দীর্ঘতর হয়। বুঝতে বাকী নেই।
মৃত্যু এমনই। জীবন যেমন।


অবিরাম ঝরছে। সময় সুদীর্ঘ হয়। অনন্ত প্রবাহ।
জলের ধারাও হারাচ্ছে দিগন্তে।
শুধু শব্দের ঝংকার। তথাপি বদলায় আকাংখার রং।
মোহাবিষ্ট সুর। কখনো থামবে না সুমধুর গান -খুব ভাল।
ঋণী হবে বিশ্ব চিরকাল।