জ্বলছে দেহের ভেতর। জল দিলেও নিবে না।
একটি কণ্ঠ কানে বাজে। তবু অবাধ নির্মল।
ভদ্দরলোক। কম নীতিজ্ঞান।তবে নীতিধর্ম আছে।
মহৎ মনের মানুষ নীরবতায় ভোগে।  


দেশদ্রোহী তুমি। ঘৃণ্য প্রজাতির। তোমাকে চেনা যায় কী?
হাঁড়কাপুনে কম্প তোমার। একটি ক্ষুধাই তাড়িত হচ্ছ।
পুলিশের সাধ্য কী করে ঠেঙ্গায়?


একদিন বসস্ত এলো। সাথে করে ধূলিমাখা লগ্ন-
উদার চোখেই দৃষ্টি। ক্রুদ্ধ বাতাস মিলিয়ে গেল।  
পৈত্রিক অতিত ওলট-পালট করে দিল রূপ।


প্রচন্ড ঝাঁকুনি। হৃদয়ে তোলপাড়। পালা শেষ মালা বদলের।
পড়ে রইল কেবল উড়ন্ত পাথরের যতো ঠুকঠুকানি।