এ আকাশ তো অনেক চেনা
সুদূর দিগন্তে ভাসে স্তরে স্তর
অপরূপ শৈল্পিক গ্রন্থাগার
মেঘের পর্বত গড়ে অসীম সীমায়
মালা গাঁথে নীলাভ চাদরে।


এ মাটি তো স্বর্ণ মাটি
বেলে-দোআঁশ বিছানো শয্যা
খাঁটি দানা পেলে জন্ম নেয়
সোনা সোনা ধান-পাট
প্রাচুর্যে ভরাট হয় গোলা।


এই আকাশ মাটিতে বড় মিল....
গাঢ় প্রেম যেন পারাবত দৃষ্টি
গড়ে তোলে ঐক্য-সাম্য-শৃংখল
সুদৃঢ় আল্পনা এক শান্তির বন্ধন পরিপাটি।