কষ্টের একই রূপ
ব্যথার একই রূপ
নৃত্যের একই ভাষা
কান্নার একই ভাষা


এদের কখন কোন জাত- অজাতের.. নীতির বালাই নেই
এদের কখন বিত্ত- বিত্তহীন কোন ভিন্ন আচরণ নেই  
দেশ কাল পাত্র নেই... নেই সীমানার কোন কাঁটাতার


কষ্ট যেভাবে হোক না কেন তাই কষ্ট
ব্যথা যেভাবে হোক না কেন তাই ব্যথা  
যে ভাষায় নৃত্য করুক না কেন বুঝা যায় সেই নৃত্য
যে ভাষায় কান্না করুক না কেন বুঝা যায় সেই কান্না


এ সকল ক্রিয়া কখনই অন্যরূপ পরিগ্রহ করে না সে
মৃত্যুর মতই অবিচল চিরন্তন গতিধারা
তবে কেবল মৃত্যুকে জয় করতে পারলে জীবন সার্থক।