করোটির খেলাঘরে গিজগিজ করছে গোবরের পোকা,
মগজ থেকে ভেসে আসে ফুল পঁচা গন্ধ।
পুরো পথেই সবুজ শ্যাওলা জমে গেছে, অনে-ক গভীরে এর বিস্তৃতি।
ফেলে আসা পায়ের চিহ্ন ধরেই আবার এগিয়ে যাচ্ছি ধীরে - সুস্থে, কিন্তু কোথায়?
যতদিন হয় চোখ খুলেছি; সেদিন থেকেই দেখতে পাওয়া সবচেয়ে বড় শাস্তি।


পোকাগুলো নড়ে-চড়ে উঠে, ভাবি আর হাঁটি।
শুরুটা আবছা আবছা না-হয় বুঝলাম, কিন্তু শেষ?
শেষটা কোথায় খুঁজে পাই?
সেই শেষ, যা জানার জন্য ছুটে গেলেই দেখি পেছন থেকে বাঁধা,
পেছনে ফিরে তাকাই, আবারও হাঁটা শুরু করি।
ধীরে - সুস্থে সেই ফেলে আসা পায়ের চিহ্ন ধরেই এগিয়ে যাই।