(১) গভীর ভালবাসা -৩


রাত বারটা বাজল, এমন সময় কমলাবতী আসল।
কমলাবতী এত রাতে এসেছ কেন?
রাত গভীর হলে ভালবাসা গভীর হয়।
তুমি আরো গভীর রাতে এসো।


(২) তুমি আমার ভালবাসা -৯


যদি তুমি থাকতে আকাশও থাকত।
যদি তুমি না থাকতে আকাশও থাকতনা।


যদি তুমি থাকতে রং থাকত।
যদি তুমি না থাকতে রংও থাকতনা।


কেন এমন?
আমি তোমাকে অনেক ভালবাসতাম তাই।


কবে আমি তোমাকে সবচেয়ে বেশি ভালবাসব সে অপেক্ষায় আছি।


সবচেয়ে বেশি ভালবাসলে বলব, সবচেয়ে সুন্দর ফুলটি ফুটেছে।


সবচেয়ে সুন্দর ফুলটি ফুটলে আমি মহানন্দা নদী দেখতে যাব যে নদী অনেক সুন্দর।


(৩) একটি অনন্য প্রেমের কবিতা -৫


আমি যেদিন শ্রীলঙ্কা গিয়েছিলাম সেদিন তোমার কথা ভেবেছিলাম।
আজ তুমি আসলে; আজ এসে কি হবে?
আবার যেদিন শ্রীলঙ্কা যাব সেদিন তুমি এসো।


শ্রীলংকা গেলে কেলানি নদী দেখব আর বলব, তুমি (নদী)  সুন্দর , তুমি আমাকে একটি ফুল দেবে আমি সে ফুলটি নদীতে ভাসিয়ে দেব; আমাদের আনন্দে দিন যাবে।