(১) 'তোমার নাম'


   যাব একদিন সিন্দবাদের দেশে।


  দেখব সেথায় কার নাম লেখা।


  যদি তোমার নাম লেখা না থাকে বলব তুমি কেন তার নাম লেখনী।


   যদি বলে আমি সে নাম খেয়াল করতে পারিনি-


    আমি বলব তোমার পুরা জীবনই বৃথা।


(২) ইয়েমেন শিশু


   জগতে কত কিছু চাই-


   ভাত,  কাপড়, অন্ন, বস্ত্র।


   কার কোনটা আছে?


  তোমরা কি ইয়েমেন শিশুদের কথা ভেবেছ?


          তারা সকালে কি খায়?