(১) নীল প্রজাপতি


    
         আজ এক নীলাঞ্জণাকে মনে পড়ল


         সে যে ঘুমায় সূয়োরানীর খাটে


        তার খোঁপার বেনীতে নীল প্রজাপতি  শোভা পায়


       সে যে দেখেছে এক নীল- পক্ষিণীকে নীল পাহাড়ের দেশে


         সে  যে নীলাবতীকে লীলা-খাটে ঘুমাতে দেয়


       তার ঘুমের আহরণে সব যে নীলোপ্ত হয়ে যায়।



(২) ডায়না- তুমি কত সুন্দর



     ডায়না
             তোমাকে যে আমি দেখিছি চন্দ্রের জোছনায়, আকাশের তিলোত্তমায়।


    কতকাল তুমি সিনাইয়ে থেকে আমার কথা ভেবেছ, কতকাল রোমে থেকে আমার কথা ভেবেছ।


       আমি ম্যানহাটন থেকে একটি রাফলেশিয়া এনে তোমাকে রাঙাব।


জাতি পুঞ্জের মাথার উপরে তোমার নাম শোভা পাবে।


  আটলান্টিকে কেহ চাহনী বুলালে সেথায় তোমায় দেখতে পাবে।


স্বর্গ থেকে ভৃগু চেয়ে থাকবে- তুমি যে নাচনরত।