(১) পাখি

পাখি তুমি ডালে ডালে বোসোনা।
উড়, মনের মত উড়।
সব  দেখ।
  আমি যদি পাখি হতে পারতাম এক নিমেষে পুরো দুনিয়া উজাগার করে ফেলতাম।

(২) ভালবাসা

তোমাকে ভালবেসেছিল কালিদাস।
আজ কালিদাস নেই।
থাকলে ভাল করে ভালবাসতেন।
আমি ভালবাসি তোমাকে।
আমি কেমন করে ভালবাসব?

(৩) শিশুর হাসি

একটি শিশু একটি গান।
দশটি শিশু দশটি গান।

  হাজারটি শিশু হাজারটি গান।