তুমি বললে রাজ, রাজত্ব, সিংহাসন আমি ত্যাগ করতে পারি-

     না সেসবের দরকার হবেনা।

তবে কিভাবে আমাদের 'নতুন' জীবন গড়ে উঠবে?

  আমরা এমন এক জায়গায় চলে যাব যেথায় কেউ নেই, সেথায় শুধু ফুল, পাখি আর হুর-পরীরা গল্প করবে।

না আমি অন্য কোথাও  চাইনা আমি এখানেই থাকতে  চাই।

এখানেতো সব পাওয়া সম্ভব নয়।


তাহলে যত তাড়াতাড়ি সম্ভব সে জীবনে যাওয়ার ব্যবস্থা কর, আমি যে সে জীবনে যেতে চাই।