মৌ, তের বছরের একটি বালিকা।
পড়তে চায়, শিখতে চায়, বিদ্যালয়ে যেতে চায়।
যখন সে অনেক বড় হবে সে তখন পড়াতে চায়;
জাতিকে শিক্ষিত করার মহান কাজটি করতে চায়।
এই আদর্শিক স্বপ্ন বালিকা আজ বিদ্যালয়ে যেতে পারছেনা,
পারছেনা সে শিক্ষিত হতে;
পা দু’খানি তার আজ ব্যর্থ হয়ে যাচ্ছে -
বিদ্যালয়ের আঙিনা ছুঁতে।
যখন আমাদের নিজের সন্তানেরা
ছুটোছুটি করছে, হাসছে খেলছে;
মৌ তখন দু’চোখের পানিতে
নিজের স্বপ্নের কথাগুলো বলছে।
আর কি ই বা করার আছে তার।
কি ই বা করার আছে তার মা-বাবার।
যে টাকা গুলো নিজেদের আগামীর জন্য
সে সব মিলিয়ে আর কতই বা হবে।
তবে কি এই মেয়েটি আজ ব্যর্থ হবে?
স্বপ্নটুকু কি তার লুটিয়ে পড়বে মাটিতে?
জাতি কি আজ কথা বলবেনা?
আমাদের মাঝ থেকে হারিয়ে যাবে
আরো একটি স্বপ্ন, আরো একটি জীবন?
হয়তো যাবে, হয়তো যাবেনা।
দিনের পর দিন, রাতের পর রাত,
এইভাবে কতগুলো নির্ঘুম  রাত;
এমন কি একটি পৃথিবী হতে পারেনা!
যেখানে মানুষ গুলো একে অন্যের পরে
আসবে ছুটে, যার যতটুকু আছে;
নিঃস্বার্থে মানবের কল্যাণে।