বিবেকহীনের অত্যাচারে
আবেগ কাঁদে ঘরে!
উত্তরবঙ্গে মানের ভয়ে
কর্মহীনে মরে।
কেউ করেছেন আইএ,বিএ
কার‌ও,শেষ হয়েছে পড়া।
পড়া মানেই চাকরি করা
হায়রে কপাল পোড়া।
শিক্ষিত হলেই চাকরি খোঁজো
মূর্খ হলেই মাঠে,
এক দলের-এক বৌদির
গুজব চলে লাটে।
ভালো হলেও দোষটা খোঁজে
মন্দ হলেও ফাঁসে !
নিজের খেয়ে পরের গীবত
লখি, হারামজাদির কাছে।
গার্মেন্টসে উমুক করে,
তেমুক করছে কতো টাকা!
এতো পড়ে কি করবি
ওরা ভাগ্যের এক চাকা।
কথায় কথায় অত্যাচারে
শিক্ষিত এক দোষ।
বর্তমানের পড়া মানেই
চাকরি দরকার রোজ।