আজি এই নব নব প্রভাতে
শিশির ভেজা ঘাসে-
মুক্ত ঝড়া সূর্য হাসে।
তবে কেন তুমি নিজেকে গুটায়ে
আঁধারের কোণে কর আকুঞ্চন?
খোল খোল দ্বার এখনি সময়
ফিরিয়া আসিবার।
এ পৃথিবী হায় তোমারেই চায়
নহে কোনো সংকোচন।
আর নহে ভয়,হোক তবে জয়,
সব বাধা ডিঙিয়ে আঁধারকে রাঙিয়ে-
উৎসবে মাতুক এ বিশ্বলয়।