প্রতিটি মুখই একটি কবিতা
কবিতার চোখ আর মন প্রসবের বেদনা
চোখের কথা মনের ভাষা কষ্টের বিনিময় তার।


আমি একজন কবিতা কে চিনতাম
রাশি রাশি অক্ষর শব্দ বাক্যে শান্তির কথা বলতো
আঁকতো ছড়াতো আলো,মুখে হাতে বুকের তৃনয়নায়
হাওয়ার অনুভবে বৃক্ষের সবুজ আদরে।


নদীর ঢেঊয়ে দামাল দৃশ্যে
মেঘ বৃস্টির অদম্য রেখায়
প্রেম ভালোবাসা রহস্য মায়া
সর্বপ্রাণময়তা মানবতা মাখতো আলো সূর্যের ছায়া।


আমি নাকি এক কালজয়ী কবিতা
মানুষ মানুষেরার রিষ্টপুষ্ট ঘরে
নবজাতকের বাসযোগ্য মায়ের কোলে
মানচিত্রে পতাকা শিখরে অবারিত বহমান।


বোধ হয় চোখের দৃশ্য-অদৃশ‌্য জল
কবিতা ভেজে ডুব দেই বৃষ্টি জলে
আমরা, খেলা করে হাত ধরে আমারে
হাঁটি পৃথিবীর পথে
দুইটি ছায়া ভরা জ্যোৎস্না রঙে।