স্বপ্নজাল
কেএম পারভেজ ওয়াহিদ
------------*****-----------
তোর দিকে যতই চেয়ে থাকি,
ভরেনা কভু দু-আখিঁ।
মন শুধু তোকেই পাসে চায়,
নির্জন নিরালায়।


যেখানে স্বপ্নের হাতছানি।
মমতার চাদরে জড়িয়ে আছে মায়া খানি।
যেখানে আলতো স্পর্শের কাতরে গা-শিউরে ওঠে।
সকল কষ্ট লুকিয়ে কেবল,
কপালে হাসিটুকু জুটে।


ভেসে বেরাব দুর নিমিষে।
ফিরব আবার বেলা শেষে।
হারিয়ে যেতে চাই এক নিস্বাশে।
সেই মায়াজালে বিমোহিত স্বপ্নের দেশে।