হে মুক্তিযুদ্ধ
পারভেজ ওয়াহিদ খান
     --------------
হে,মুক্তিযুদ্ধ,
তুমি নিয়েছ ত্রিশ লক্ষ বীর শহিদের প্রান,
শতত মোরা আজও ম্রিয়মাণ।


দিতে কি পারিবে তাহাদের দেহ,অস্তিত্ব।
শুনিতে কি দিবে তাহাদের মুখে,
একটু খানি স্বাধীনতার গান?


দেখিতে চাই আমি সেই বীর,
সৈনিকদের মুখ।
যারা দেশের জন্য ঢেলে দিল লোহিত রক্ত, উজার করল বুক।


একাত্তরের আগে জন্মিতে পারি নাই বলে,
পারিবনা কি তাহাদের দেখিতে?
পারিবনা কি তাহাদের মুখে বাংলা বাক্য শুনিতে?


আজ আমি এক হতবাগা বাঙলী,
নামে কেবল কাঙালি।