ডুবিল প্রেম তরি মম হৃদয় অতলে, উতলা প্রবাহিণীর মাঝে।সহসা সে প্রান্তরে
গত দশকেও  ছিল সাহারা।
আজ সেথায় পবনের ডিঙে চলে,
বেজায় ভঙ্গির সাড়া।


সেদিন দেখিলাম স্রোত নাহি তার,
নিত্য চলনে ভারি।
সেথায় আনিল যত যস যত নাম
জমাইয়া সুদূরে পারি।


এ যেন বসন্তের চৈত্রে আষাঢ়ের ঢল,
মিলনে বাধা পেরিয়ে অতঃপর একত্র।
শ্রাবনের নক্তে  অম্বর গহিনে গাঢ়,
জলপ পেরিয়ে ফুটেছে নক্ষত্র।


সিন্ধু মস্তে, যেথায় তাপের পরশ মানা,
ঘেষ মাত্রই ফিকা।
প্রমত্তা জানাতে, বিদ্যমান সেথায়,
উজ্জল অগ্নিশিখা।


----প্রেম অগ্নি পেরিয়ে---
  --কেএম পারভেজ ওয়াহিদ